খাগড়াছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৭:৩৫ পিএম

খাগড়াছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ। ছবি: শংকর চৌধুরী, খাগড়াছড়ি
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রবিবার সকালে সিন্দুকছড়ির পঙ্খীমুড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত হয়নি। তবে অতিবৃষ্টির কারণে রাস্তায় পাহাড় ধসে পড়ার কারণে গুইমারা সিন্দুকছড়ি মহালছড়ির সাথে সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পাহাড় ধ্বসের খবর পেয়ে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা ঘটনাস্থলে ছুঁটে যান।
ইউএনও রাজীব চৌধুরী জানান, উপজেলা প্রশাসন, সড়ক বিভাগ ও সংশ্লিষ্টদের তড়িৎ পদক্ষেপে যান চলাচল স্বাভাবিক করতে বুল্ডড্রোজার দিয়ে মাটি সরানোর কাজ শুরু করা হয়। মাটি সরানোর কাজে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। সকলের সহযোগীয় বর্তমানে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও প্রবল বৃষ্টিতে পাহাড় ধসে রাস্তায় গড়িয়ে পড়া মাটি পুরোপুরি সরিয়ে পরিস্কার করতে দুই-এক দিন সময় লাগতে পারে।