রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৩:০৯ পিএম

ছবি: ভোরের কাগজ

কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে খুন, অপহরণ, মানবপাচার, মাদকব্যবসা ও চোরাচালান যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
স্বদেশে ফিরতে না পেরে রোহিঙ্গারা বাংলাদেশের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এসব রোহিঙ্গারা সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে অপরাধ সংঘটিত করছে।
তাদের অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর হিমশিম খেতে হচ্ছে। ক্যাম্পগুলোতে এসব ন্যাক্কারজনক কর্মকাণ্ড জিইয়ে রাখতে আরসাসহ বেশ কিছু সন্ত্রাসী গ্রুপ তৎপর। এ সন্ত্রাসী গ্রুপের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
তারই সুত্র ধরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।এতে এপিবিএন, জেলা পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজারের জেলা পুলিশের দেয়া তথ্যমতে, গত ছয় বছরে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ গোলাগুলিতে দু’শর বেশি রোহিঙ্গা নিহত হয়েছে।
শনিবার (২৬ আগষ্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪ এপিবিএনের আওতাধীন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ যৌথ অভিযান পরিচালনা হয়।
এতে এপিবিএন এর ৩০০ জন, র্যাবের-৪০ জন, বিজিবি'র ৪০ জন, জেলা পুলিশ'র ৪০ জন এবং আনসার'র ৫০ জন সদস্য অফিসার-ফোর্সসহ অংশগ্রহণ করেন। এছাড়াও জেলা প্রশাসক ও আরআরআরসি অফিসের ৬ জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক পুলিশ সুপার সাইফুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মূলত ক্যাম্পের নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন সময় যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে টহলটি হয়েছে। তিন ঘণ্টার টহলে ক্যাম্পের আশপাশে ঘুরে দেখা হয়েছে।