২২ হাজার ইয়াবাসহ ১ মাদক পাচারকারী আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০৮:৪১ পিএম

ছবি: ভোরের কাগজ
কক্সবাজারে বিজিবির ডগস্কোয়ার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ ১ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, শনিবার বিকেলে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের সদস্যরা (৩৪ বিজিবি) রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশী অভিযান চালাচ্ছিলো। বিজিবি ডগস্কোয়ার্ডের প্রশিক্ষিত কুকুর দিয়ে এই তল্লাশি অভিযান চালানো হয়। বিকালের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি রেজুখাল চেকপোস্টের সামনে আসে। এসময় বিজিবি সদস্যরা থামতে সংকেত দেয়। সিএনজিটি থামার পর বিজিবি ডগস্কোয়াডের কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশীর এক পর্যায়ে ইঞ্জিনের সঙ্গে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক করা হয় মো. সৈকত ইসলাম (২০) নামের মাদক পাচারকারীকে। সে উখিয়ার বালুখালী ঝুমুরছড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। এসময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত সিএনজি ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।