সালথায় বাসচাপায় প্রবাসী যুবকের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৮:২২ পিএম

সালথায় বাসচাপায় প্রবাসী যুবকের মৃত্যু। ছবি: প্রতীকী
ফরিদপুরের সালথায় বাসচাপায় সৌদি আরব প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত যুবকের নাম লায়ন মোল্যা (২৪)। তিনি উপজেলার চর-বল্লভদী এলাকার শাহেদ আলী মোল্যার ছেলে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের চর-বল্লভদী এলাকায় মোল্লার মোড়ে (গজারিয়া ব্রিজের পশ্চিম পাশে) এই ঘটনা ঘটে।
জানা যায়, সৌদি আরব প্রবাসী যুবক লায়ন মোল্যা গজারিয়ার মোড় যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন এমন সময় দ্রুত গতির একটি অজ্ঞাতনামা বাস গোপালগঞ্জ হতে ভাঙ্গাগামী মহাসড়কের উপর চর-বল্লভদী মোল্লার মোড় (গজারিয়া ব্রিজের পশ্চিম পাশে) এলাকায় লায়নকে চাপা দিয়ে চলে যায়, ঘটনাস্থলেই লায়নের মৃত্যু হয়। লায়ন বছর খানেক আগে সৌদি আরব থেকে দেশে এসে বিয়ে করেন, বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। কিছুদিন পরই লায়ন আবার প্রবাসে পাড়ি জমাবেন বলে জানা যায়।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ লাশ নিয়ে আসে, প্রাথমিক সুরতাহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।