×

সারাদেশ

অতিবৃষ্টিতে কাপ্তাইয়ের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ১০:৪৫ পিএম

অতিবৃষ্টিতে কাপ্তাইয়ের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি
   
টানা বৃষ্টির ফলে পার্বত্য কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চলছে। কাপ্তাই কৃত্রিম হ্রদে পানি বৃদ্ধি হওয়ায় বিদ্যুৎ উৎপাদন প্রতিদিন বাড়ছে। গত কয়েক দিনের টানাবর্ষণের ফলে বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা লাগাদ বিদ্যুৎ উৎপাদন বেড়ে হয়েছে ১৯২ মেগাওয়াট। গত পাঁচ দিন ধরে টানা বৃষ্টি হওয়ায় ছোট হরিণ, বড় হরিয়ান, বরকল, নানিয়ারচর, মারিশ্যা, লংগদুসহ অন্যান্য পাহাড়ি এলাকা এলাকা সমূহ থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল নেমে আসার কারণে কাপ্তাই কৃত্তিম হ্রদের পানি যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। এতে হ্রদে পানির অভাব পূরণ হওয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাইয়ের পাঁচটি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সচল হয়ে ওঠেছে। মঙ্গলবার কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১৬৬ মেগাওয়াট। বুধবার পাঁচ ইউনিটে সর্বমোট ১৯২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। জানা যায়, কাপ্তাই পিডিবিতে নির্মিত পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। এরমধ্যে চলমান ১ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে -৩৭ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট ও ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের ভোরের কাগজকে বলেন, ‘গত কয়েক দিনের বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে এই মুহূর্তে ৯০.৯২ ফুট মীন সী লেভেল পানি থাকার কথা। কিন্তু হ্রদে আজ পানি রয়েছে ৯২৫৬ ফুট মীন সী লেভেল। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন লেভেল। বর্তমানে ওয়াটার লেভেল রয়েছে ৯৪৮০ ফিট। কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে উৎপাদিত ১৯২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলে নিশ্চিত করেন এ কর্মকর্তা।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App