ছাগলনাইয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৯:১৪ এএম

তৌহিদুল ইসলাম তুহিন
ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর শেখজীপাড়া এলাকায় তৌহিদুল ইসলাম তুহিন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শেখজীবাড়ির পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
সে সাদেক আলী ভুঁইয়া বাড়ির মৃত আবুল বশরের ছেলে। তাকে বিয়ে করানোর জন্য পাত্রী দেখছিল পরিবার।
স্থানীয়রা জানান, মিরসরাই এলাকায় একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে চাকরি করতেন তুহিন। শনিবার রাতে কাজ থেকে বাড়ি ফিরে গোসল করতে বাড়ির সামনে পুকুরে যান তিনি। এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও ঘরে না ফেরায় তাকে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পুকুর ঘাটে লুংগি গামছা পড়ে থাকতে দেখে পুকুরে নেমে তল্লাশি করেন স্থানীয় লোকজন। তল্লাশি দিয়ে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বলেছেন, আগেই তার মৃত্যু হয়েছে।
তুহিনের পরিবারের সদস্যরা বলছেন, তুহিনের আগ থেকে ‘মৃগী’ রোগ ছিল।