কুলিয়ারচরে চোরাই মদসহ গ্রেপ্তার ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০৮:৪৫ পিএম

কুলিয়ারচর থানা। ফাইল ছবি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ২০ লিটার চোরাই মদসহ রাসেল মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় জেলা পুলিশ মিডিয়া সেলে এ তথ্য জানায় পুলিশ। আটককৃত মো. রাসেল মিয়া (২০) উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।
গত শুক্রবার রাত ১০টার দিকে কুলিয়ারচর থানা নলবাইদ বিশেষ অভিযান পরিচালনা করে ২০ লিটার চোলাই মদসহ রাসেল মিয়াকে গ্রেপ্তার পুলিশ। পরে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি দায়ের শেষে শনিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কুলিয়ারচর এলাকা থেকে মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।