তালতলীর সমুদ্রে ভেসে এলো মৃত ডলফিন!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৫:১৮ পিএম

বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যের একটি ইরাবতি প্রজাতির মৃত ডলফিন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০ টার দিকে সৈকতের এক কিলোমিটার উওরে লঞ্চঘাট নামক স্থানে পায়রা (বুড়িশ্বর) নদীর মোহনায় মৃত ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বন বিভাগকে খবর দেয়।
স্থানীয় আসাদুল নামে এক জেলে জানান, প্রায় ৬ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট ব্যাসের মৃত ডলফিনটির লেজ এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সাগরে জেলেদের জালে আটকে এটির মৃত্যু হয়েছে। মৃত ডলফিন চড়ে আটকা পড়ার খবর পেয়ে স্থানীয় উৎসুখ জনতা এক নজর দেখার জন্য ভিড় করছে।
তালতলী উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা টিম পাঠিয়েছি। একইসঙ্গে ডলফিনটিকে নিরাপদ স্থানে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করছি।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) হালিমা সর্দার বলেন, ধারণা করা হচ্ছে মৃত ডলফিনটি ইরাবতি প্রজাতির। এটি জেলেদের জালে আটকা পরে মারা যেতে পারে।