‘ইছাপাশা পাক দরবার শরীফে’র উন্নয়ন কাজ শুভ উদ্বোধন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ০৬:০৩ এএম

ছবি: ভোরের কাগজ
বিশ্ব স্মৃতি কাদের মঞ্জিল ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকায় ‘ইছাপাশা পাক দরবার শরীফে’র উন্নয়ন কাজ শুভ উদ্বোধন করা হয়েছে।
পীরে কামেল আধ্যাত্মিক সাধক হযরত শাহসূফি আব্দুল খালেক মুন্সী ওরফে ডক সাহেব কাদরিয়া এ দরবার শরীফের উন্নয়ন কাজ উদ্বোধন করেন।
গতকাল শনিবার (১ জুলাই ) দরবার শরীফের ভক্তবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়।
এ সময় এ দরবার শরীফের সার্বিক ব্যবস্থাপনা পরিচালক ডক সাহের হুজুরের দৌহিত্র ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামান মুন্সী নাঈম উপস্থিত ছিলেন।
তিনি ভোরের কাগজকে বলেন, আধ্যাত্মিক সাধনা লাভ, আল্লাহপাক ও তার রাসুলুল্লাহ (স:)-কে চেনার একমাত্র পবিত্র পাক দরবার শরীফ এটি।
তিনি বলেন, এখানে মানুষ সেবার ব্রত নিয়ে এ দরবার শরীফের প্রতিষ্ঠাতা দাদা হুজুর হযরত শাহসূফি আব্দুল খালেক মুন্সী কাদরিয়া (ডক্ সাহেব) তত্ত্বাবধায়নে দরবার শরীফের আওতাধীন হাসপাতাল, প্রধান সড়ক ও দরবার শরীফের উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের সেবার মানের উদ্দেশ্যে দববার শরীফের উন্নয়নের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।