উখিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১২:০০ পিএম

ফাইল ছবি
কক্সবাজারের উখিয়ায় জাহাঙ্গীর আলম নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।
রবিবান (১৯ জুন) সকালে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহবিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল রবিবার রাত অনুমান ১০টার দিকে খাওয়া দাওয়া শেষে স্ত্রী ও এক মেয়ে সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন জাহাঙ্গীর। এরপর রাতের যেকোন সময় সকলের অজান্তে নিজ ঘর থেকে গোপনে বেরিয়ে যান। সোমবার সকাল ৬টার দিকে তার ঘরের পূর্ব-উত্তর পাশে প্রায় ১৫০ গজ দুরে একটি আম বাগানে স্থানীয় লোকজন তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রাথমিকভাবে জানা যায় যে, তিনি একজন মানসিক রোগী ছিলেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, উখিয়ার পূর্ব দরগাহবিল এলাকায় বসতবাড়ির আম গাছ থেকে জাহাঙ্গীরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।