কপোতাক্ষ নদের পানি পরিষ্কার রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৩, ১১:৪৯ এএম


যশোরের ঝিকরগাছায় কাটাখালি খাল, কপোতাক্ষ নদ ও বিভিন্ন পুকুরের পানি পরিষ্কার রাখতে জনসচেতনতা তৈরিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালের দিকে কাটাখালি খাল ও কপোতাক্ষ নদের পানি সুরক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা বৃদ্ধি কার্যক্রম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রতিপাদ্য বিষয়, 'পুকুর-খাল-নদীর পানি রাখবো পরিষ্কার।'
সভায় উপস্থিত ছিলেন, ঝিকরগাছার পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। অনুষ্ঠানে তার বক্তব্যে তিনি বলেন, 'ঝিকরগাছা পৌর সদরের মধ্যে অন্যতম সৌন্দর্য বহন করে কাটাখাল এবং কপোতাক্ষ নদ। তাই ঝিকরগাছার সৌন্দর্য বৃদ্ধির জন্য খাল ও নদের পানি পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার। আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ঝিকরগাছা পৌরসভা হবে সুন্দর ও পরিচ্ছন্ন। '