×

সারাদেশ

পূর্বশত্রুতার জে‌রে হামলা-ভাঙচুর-লুটপাট, আহত ১৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০৭:০৮ পিএম

পূর্বশত্রুতার জে‌রে হামলা-ভাঙচুর-লুটপাট, আহত ১৫
পূর্বশত্রুতার জে‌রে হামলা-ভাঙচুর-লুটপাট, আহত ১৫
পূর্বশত্রুতার জে‌রে হামলা-ভাঙচুর-লুটপাট, আহত ১৫
পূর্বশত্রুতার জে‌রে হামলা-ভাঙচুর-লুটপাট, আহত ১৫
   

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় পূর্বশত্রুতার জে‌রে গ্রামবা‌সীদের মধ্যে সংঘ‌র্ষের সূত্রপাত হয়েছে। সংঘর্ষ শে‌ষে বসত বা‌ড়ি‌তে হামলা চা‌লি‌য়ে ভাংচুর ও লুটপা‌টের ঘটনা ঘ‌টে‌ছে। এই ঘটনায় উভয় প‌ক্ষের অন্তত ১৫ জন আহতের খবর এসেছে। গত রবিবার (৪ জুন) সকা‌লে উপ‌জে‌লার বল্লভদি ইউ‌নিয়‌নের আলমপুর গ্রা‌মে সংঘ‌র্ষের এ ঘটনা ঘটে। বর্তমা‌নে অবস্থা স্বাভা‌বিক থাক‌লেও যে‌কোনো সময় আবরো হামলা ও ভাঙচু‌রের ঘটনা ঘট‌তে পা‌রে।

সরেজ‌মি‌নে জানা যায়, আলমপুর গ্রা‌মে লিটন খার মে‌য়ে এক সন্তা‌নের জননীকে অপহরণ ক‌রে নি‌য়ে যায় একই এলাকার কাঞ্চু মোল্যার ছে‌লে ত‌রিকুল, ওই তরুণীর স্বামী‌কে মারধর ক‌রে অপহরণকা‌রীরা। পু‌লিশ ও স্থানীয়‌রা প্রায় দেড়মাস পর লিটন খার মেয়েকে উদ্ধার ক‌রে স্বামীর বা‌ড়িতে পা‌ঠি‌য়ে দেয়। বর্তমা‌নে মেয়েটি তার স্বামীর বা‌ড়িতে আ‌ছে ও সংসার কর‌ছে। মেয়েটিকে উদ্ধার ও মামলায় সাহায্য করায় এবং মিরান মোল‌্যা‌কে পূ‌র্বে মারধর ক‌রলে শত্রুতার সৃষ্টি হয়।

এরই সূত্র ধ‌রে র‌বিবার সকা‌লে স্থানীয় গ্রাম্য মাতুব্বর বক্কার মোল্যার সমর্থ‌কেরা মিরান মোল্যার সমর্থক র‌বিউল কে মারধর ক‌রে, এই খবর পু‌রো গ্রা‌মে ছ‌ড়ি‌য়ে পড়‌লে গ্রা‌মে ব্রী‌জের উপর দুই দ‌লের সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ থে‌কে ফেরার প‌থে বক্কার মোল্যা ও নজরু‌লের নেতৃ‌ত্বে শতা‌ধিক লোক মিরান মোল্যার লো‌কের বা‌ড়ি‌তে হামলা চালিয়ে প্রায় ১০‌টি বসত ঘর ভাংচুর ক‌রে। হামলাকারীরা মালামাল ও গরু লুট ক‌রে নি‌য়ে যায়। গরু উদ্ধা‌রে গি‌য়ে মিরান মোল্যার লো‌কেরা এক‌টি বসতবা‌ড়ি ভাঙচুর ক‌রে। সংঘর্ষ ও হামলায় ম‌হিলা ও শিশুসহ উভয় দ‌লের অন্তত ১৫ জন আহত হ‌য়ে‌ছে। আহত‌দের প্রাথ‌মিক চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে, গুরুতর আহত‌দের স্থানীয় হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

এ বিষ‌য়ে মিরান মোল্যা ব‌লেন, ঘটনার আ‌গের দিন আ‌মি ফ‌রিদপুর গেছিলাম ও ঘটনার দিন বেলা চারটার দি‌কে গ্রা‌মে ঢু‌কে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও লুটপা‌টের খবর শুন‌তে পাই। বক্কার মোল্যা বি‌ভিন্ন সম‌য়ে আমা‌দের উপর হামলা চা‌লি‌য়ে ভাঙচুর ও লুটপাট ক‌রে। আ‌মি ঘটনার সম‌য়ে বা‌ড়ি‌তে ছিলাম না তারপ‌রও আমা‌কে মামলা হামলার ভয় দেখা‌নো হ‌চ্ছে। আ‌মি প্রকৃত দো‌ষি‌দের বিচার চাই। এই বিষ‌য়ে জান‌তে বক্কার মোল্যার বা‌ড়ি‌তে গে‌লে তা‌কে বা‌ড়ি‌তে পাওয়া যায়নি, তার ব্যবহৃত মোবাইল নম্বর‌টি বন্ধ পাওয়া যায়। এছাড়া, নজরু‌লের সঙ্গে যোগা‌যোগ করার চেষ্টা কর‌লে তার নম্বর‌টিও বন্ধ পাওয়া যায়।

সালথা থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হো‌সেন ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে পু‌লিশ সংঘর্ষ নিয়‌ন্ত্রণে আ‌নে। বর্তমা‌নে ‌প‌রি‌স্থি‌তি শান্ত র‌য়ে‌ছে। সংঘর্ষ এড়া‌তে ওই এলাকায় পু‌লিশ মোতায়েন করা হ‌য়ে‌ছে। এই বিষ‌য়ে আইনগত ব্যবস্থা প‌ক্রিয়াধীন র‌য়ে‌ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App