×

সারাদেশ

তারাকান্দা উপজেলা নির্বাচন: সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ১০:০৪ পিএম

তারাকান্দা উপজেলা নির্বাচন: সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

ছবি: সংগৃহীত

   

ময়মনসিংহে তারাকান্দায় উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭ টায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মিছিল আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে তারাকান্দা দক্ষিণ বাজারস্থ এইচ. এ ডিজিটাল স্কুলের সামনে থেকে ঘুরে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌছালে মুহুর্মুহু ককটেল ও গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়। এ সময় দোকান পাটে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। প্রায়-২ ঘন্টা চলমান সহিংসতায় বাজারের সকল দোকানপাট বন্ধ রয়েছে। এ সময় বাজারে আসা লোকজন ছোটাছুটি করতে শুরু করে। এ ঘটনায় আহত কয়েকজনকে এ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে দেখা গেছে। সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কটির তারাকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন উভয় পাশের অন্তত ১ কিলোমিটার রাস্তায় যানজটের ঘটনায় শতাধিক যানবাহন উভয় পার্শ্বে আটকে রয়েছে। আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা যথাক্রমে আওয়ামী লীগ পার্টি অফিস এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা স্থানীয় একটি পাম্পের সামনে অবস্থান নিয়েছে। এদিকে, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সংঘাত সহিংসতার পর মূহূর্তে তার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেন, তার নির্বাচনী কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছিলেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App