চট্টগ্রামের আলোকচিত্র সাংবাদিক প্রজেশ চক্রবর্তী আর নেই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৮:৪৫ পিএম

ছবি: চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের আলোকচিত্র সাংবাদিক প্রজেশ চক্রবর্তী (৪৮) আর নেই। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে চট্টগ্রামে সাংবাদিক ও তার পরিচিত সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে আসে। তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক সুপ্রভাত বাংলাদেশসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দু’দিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরাও আপ্রাণ চেষ্টা করছিলেন তাকে সুস্থ করে তোলার জন্য। কিন্তু তার অবস্থায় অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাকে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেল ৫ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক প্রজেশ চক্রবর্তী মা, স্ত্রী, ২ ভাই, দুই পুত্র-কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রয়েছেন।
তিনি চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী’র ও ৭১’র টিভি চট্টগ্রামের রিপোর্টার প্রনবেশ চক্রবর্তী’র বড়ভাই। প্রজেশ চক্রবর্তীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে শোক বিবৃতি প্রদান করা হয়।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে’র সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এবং চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদ মাহমুদ ও যুগ্ম সম্পাদক নিপুল কুমার দে গভীর শোক প্রকাশ করে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।