কবিরহাটে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৩, ০২:৫৬ পিএম

ছবি: মোহাম্মদ হাসান (কবিরহাট) নোয়াখালী
নোয়াখালী কবিরহাট উপজেলার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মে) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
এর আগে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাট থানার এসআই নিউটন চৌধুরীর নেতৃত্বে উপজেলা ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূঞারহাট বাজারের মো. বেলাল উদ্দিনের দোকানের সামনে অভিযান পরিচালনা করে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইয়াছিনকে (৩৮) গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মো. ইয়াছিন উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের আনাজর সেরাং এর বাড়ির আনোয়ার হোসেন সন্তান।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন- মাননীয় পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় মাদক ব্যবসায়ী মো. ইয়াছিন (৩৮) ধরতে সক্ষম হয়েছি। ইয়াছিন আন্তঃজেলা মাদক কারবারির দলের সদস্য বলে নিশ্চিত করেন তিনি।