কাউখালীতে পুরাতন ইট দিয়ে ড্রেনের নির্মাণ!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৩, ১১:৪২ এএম

ছবি: কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী সদরে পুরাতন ইট ব্যবহার করে ড্রেন নির্মাণের কাজ করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, কাউখালী উপজেলার সদর ইউনিয়নের আদর্শ নিম্ন মাধ্যমিক ও কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় দেড়শ ফুট ড্রেন নির্মাণের কাজ পুরাতন ইট ব্যবহার করার স্থানীয় জনগণ বিক্ষিপ্ত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবন ভাঙার পুরাতন ইট ব্যবহার করে ড্রেন নির্মাণের কাজ শুরু করেছে মেসার্স কাজী এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান।
এ ব্যাপারে কাউখালী উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, পুরাতন ইট ব্যবহার করে ড্রেন নির্মাণ কাজ করা যাবে না।
তিনি আরো জানান, অতিরিক্ত সময়ক্ষেপণ ও পুরাতন ইট ব্যবহার করার কারণে ঠিকাদার প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে একাধিকবার ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে মোবাইল করলে মোবাইল রিসিভ করেনি।
কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু জানান, বিষয়টা খুবই দুঃখজনক। সদর রাস্তার ড্রেন ঠিকাদার প্রতিষ্ঠান এভাবে করে কিভাবে। বিষয়টা আমি দেখছি।
এদিকে, ওই প্রতিষ্ঠান কাউখালী বাজারে ভিতরে ড্রেনে কাজ করে অধিকাংশ ড্রেনের উপর ঢাকনা দেয়নি। ফলে ড্রেনের ভিতর ময়লা আবর্জনায় মশা-মাছিসহ বিভিন্ন ধরনের জীবাণু তৈরি হচ্ছে। পানি চলাচলের বিঘ্ন ঘটছে।