কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ীর মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৩, ০৪:১৫ পিএম

ছবি: সংগৃহীত
দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে মাহাবুর (৫৫) নামের এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার বারোবাজার মহিষাহাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুর রহমান উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত বাবু মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, মাহাবুর বারোবাজারের একজন কাঠ ব্যবসায়ী, সে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে যাচ্ছিলো। যাওয়ার সময় মহিষাহাটি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বারোবাজার গরীবশাহ ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার ইসলাম হোসেন আশঙ্কজনক অবস্থা দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করেন। পরে স্থানীয়রা দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।