কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৩, ১০:৫৯ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে টুকু বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ মে) বিকেলে মথুরাপুর গ্রামে ধান ভেজানোর জন্য বৈদ্যুতিক মটরের সুইচ দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টুকু বেগম একই উপজেলার মথুরাপুর গ্রামের মৃত হামিদুল গাজীর স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৫টার সময় ধান ভেজানোর জন্য মটরের সুইচ দিতে গেলে বৈদ্যুতিক স্পৃর্শে ছিটকে নিচে পড়ে গুরত্বর আহত হয় সে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আফরান জামিন বৃষ্টি তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ( জিডি) হয়েছে।