মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এডিজি বদলি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৩, ০৭:১৪ পিএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) মো. আজিজুল ইসলামকে বাংলাদেশ ওশানোগ্রাাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে কক্সবাজারে বদলি করা হয়েছে।
অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত থাকা অবস্থায় অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তদন্ত করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
এ জন্য গত ২৮ মার্চ তাকে মন্ত্রণালয়ে ডেকে বক্তব্য নিয়েছে তদন্ত কমিটি। তার বিরুদ্ধে সিন্ডিকটে করে অধিদপ্তরে নিয়োগ ও বদলি বাণিজ্যের অভিযোগ রয়েছে। তদন্ত চলাকালে ৩০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ সমুদ্র গবেষণা কেন্দ্রে তার বদলির প্রজ্ঞাপন জারি করেন।