নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, দিনমজুর গুলিবিদ্ধ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৩, ০৪:৩১ পিএম

চনপাড়া বস্তি। ফাইল ছবি
নারায়ণগঞ্জ রুপগঞ্জের চনপাড়া এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে সৈয়দ খান (৬৫) নামে এক দিনমজুর গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১০ মে) দুপুর দুইটার দিকে চনপাড়া দুই নম্বর ওয়ার্ডে এই গোলাগুলির ঘটনা ঘটে।
হাসপাতালে গুলিবিদ্ধ সৈয়দ খানের ছেলে জুলহাস খান জানান, তার বাবা ইট ভাঙ্গার কাজ করেন। দুপুরে কাজ শেষ করে বাড়িতে ফিবছিলেন। চনপাড়া দুই নম্বর ওয়ার্ড দিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তিনি আরো জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নাল ও শমসের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিলো। তার জের ধরেই আজ দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রুপগঞ্জের চনপাড়া থেকে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার বুকে গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থা গুরুতর।