পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২৩, ১১:৫৪ এএম

ছবি: সংগৃহীত
দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকচাপায় ভ্যান চালক আশরাফুল ইসলাম (২৭) ও ভ্যান যাত্রী আবুল কালাম (৫৭) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৩ মে) সকাল সাড়ে আটটার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের চান্দাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে। নিহত ভ্যান চালক আশরাফুল পার্বতীপুর পৌর এলাকার ধুপিপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে এবং আবুল কালাম একই মহল্লার মৃত সুলতান আলীর ছেলে।
জানা গেছে, আশরাফুল ও আবুল কালাম ভ্যানযোগে পার্বতীপুর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিল। পথে চান্দাপাড়ায় পার্বতীপুরের দিকে আসা দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে তারা ট্রাকের চাকায় পিষ্ট হয়। পথচারীরা আশরাফুল ও আবুল কালামকে উদ্ধার করে পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত্যু ঘোষণা করেন।
খবর পেয়ে মডেল থানা পুলিশ গিয়ে ঘাতক ট্রাক ও ট্রাকচালককে আটক করে থানায় নিয়ে আসে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন।