পাওনা টাকা চাওয়ায় আলফাডাঙ্গায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০৮:৪৮ পিএম


ফরিদপুরের আলফাডাঙ্গায় পাওনা ১৮০ টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে হাসিব শেখ ওরফে রমজান (২৪) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহত হাসিব শেখ ওই এলাকার সিরাজ শেখের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, হাসিব শেখ উপজেলার ভাটপাড়া বাজারের একজন হোটেল ব্যবসায়ী। ঘটনার দিন ওই একই এলাকার গাউস শেখ নামে এক ব্যক্তি তার দোকানে সকালের নাস্তা খেতে আসে। নাস্তা খেয়ে গাউস শেখ টাকা না দিয়ে দোকান থেকে বের হয়ে যায়। এসময় দোকানদার হাসিব শেখ করোনাকালীন সময়ের পূর্বের পাওনা ১৮০ টাকাসহ সকালের নাস্তার টাকা চায়। কিন্তু লোকজনের মধ্যে পাওনা টাকা চাওয়ায় দোকানের মধ্যেই গাউস শেখ ক্ষিপ্ত হয়ে হাসিব শেখের ওপর হামলা চালায়। পরে পাশে থাকা গাউস শেখের মামা আনিচ শেখ এসেও হাসিব শেখের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় হাসিব শেখের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে বাজারের অন্যান্য লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে অভিযুক্ত গাউস শেখের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের জানান, এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।