মিরসরাইয়ে বিলুপ্ত প্রজাতির তক্ষকসহ ৪ পাচারকারী আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০৫:৫৯ পিএম

ছবি: ভোরের কাগজ

মিরসরাইয়ে বিলুপ্ত হাঁসপা প্রজাতির ১টি তক্ষকসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (১৭ এপ্রিল) রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বিজিবি-৪৩ উপজেলার করেরহাট ইউনিয়নের হেয়াঁকো এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মোকছেদপুর এলাকার হামিদুল শেখের ছেলে ইসমাইল হোসেন (৩৮), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকার মৃত সুরেশের ছেলে স্বপন মন্ডল (৫০), একই এলাকার মৃত হরিপদ মন্ডলের ছেলে কুমার মন্ডল (৬০) ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকার মৃত বলরাম মন্ডলের ছেলে রাজু মন্ডল (৩৭)।
হেঁয়াকো কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলাম বলেন, রামগড় বিজিবি-৪৩ ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল আবু বকর সাইমুম মহোদয়ের নির্দেশনায় পাচারকালে ১টি তক্ষকসহ ৪ পাচারকারীকে আটক করতে সক্ষম হই। তক্ষকসহ আটককৃতদের করেরহাট বনবিভাগের কাছে হস্তান্তর করি।
করেরহাট রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) জামিল মোহাম্মদ খান বলেন, বিজিবির হাতে আটকৃত তক্ষকটি আমাদের কাছে হস্তান্তর করার পর আমরা নিয়মিত মামলা দায়ের করি। আটককৃতদের মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয় এবং আদালতের নির্দেশ অনুযায়ী গভীর বনে তক্ষকটি অবমুক্ত করা হয়েছে।