আলফাডাঙ্গায় ক্যাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৮:৩৫ পিএম

ছবি: ভোরের কাগজ


ফরিদপুরের আলফাডাঙ্গায় কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের কালিবাবু রোডে অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের।
এসময় উপজেলা ক্যাবের দপ্তর সম্পাদক মিয়া রাকিবুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা ক্যাবের সাবেক সভাপতি এম এম মহিউদ্দিন আহমেদ ও মুরাদ হোসেন তালুকদার, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, উপজেলা ক্যাবের সহ-সভাপতি ফারুক হোসেন প্রমুখ।
এছাড়াও অন্যাদের মাঝে ক্যাবের সহ সভাপতি ইকবাল হোসেন,যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত,এনামুল হক রুবেল, অর্থ সম্পাদক শাহারিয়ার হোসেন, প্রচার সম্পাদক ইবাদত হোসেন, সাংবাদিক আজিজুর রহমানসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
পরে ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়েছে।