ধোবাউড়ায় কিরিচের আঘাতে একজন নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৯:২৭ পিএম

ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে কিরিচের আঘাতে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) বিকেলে পোড়াকান্দুলিয়া ইউনিয়নের ঘুঙ্গিয়াজু গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘুঙ্গিয়াজুরি গ্রামের মৃত সিদ্দিক এর ছেলে সোহানের পরিবার এবং তার চাচা মিরাজ আলীর পরিবারের মাঝে দীর্ঘদিন যাবত জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে সোমবার বিকেলে মৃত সিদ্দিক এর ছেলে সোহান তার চাচা মিরাজ আলীর ছেলে মাসুমকে বাড়ির পাশের রাস্তায় আটকে কিরিচ দিয়ে আঘাত করে। পরে এলাকাবাসী ধরাধরি করে আহত অবস্থায় পূর্বধলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন এবং যতদ্রুত সম্ভব হত্যাকারীকে আমরা গ্রেপ্তার করবো।