কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ১৪ পরিবার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০৭:১৬ পিএম

ছবি: ভোরের কাগজ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৪টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
রবিবার (২ এপ্রিল) দুপুর ১২.৩০ মিনিটে মোজাফফর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের (চৌকিধরা) নয়াপাড়া গ্রামে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গ্রামের লোকজন এবং পার্শ্ববর্তী এলাকার লোকেরা আগুন নিয়ন্ত্রণে আনে। কেন্দুয়া ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রওনা দিলেও রাস্তা ছোট হওয়ায় বানিয়াগাতি গরু হাটের কাছে আটকা পড়ে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, মোজাফরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি দুঃখজনক, অগ্নিকাণ্ডে ১৪টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রাথমিকভাবে তাদের খাবার যোগান দিচ্ছি। পরবর্তিতে আমরা ঘর বাধার কাজে সাহায্য করবো।
তিনি আরো বলেন,প্রাথমিক পর্যায়ে বিশ থেকে পচিঁশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্হ হয়েছেন জজ মিয়া, হক মিয়া, বজলু, মোহাম্মদ, সাইকুল, মানিক, রুবেল, জবরিল ফকিরসহ ১৪ জন।