জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও নৌ র্যালি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১১:৪৭ এএম

‘করলে জাটকা সংরক্ষণ-বাড়বে ইলিশের উৎপাদন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১-৭ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্যাপন করছে সরকার।
এ উপলক্ষে শনিবার পিরোজপুর সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩’ এর উদ্বোধন এবং লঞ্চঘাটসংলগ্ন কচা নদীতে নৌ র্যালি অনুষ্ঠিত হয়। আইএসপিআর
র্যালিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ মেঘনা অংশ নেয়। এ সময়ে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ দেশের উপকূলীয় অঞ্চলসহ দক্ষিণাঞ্চলের নদ-নদী এবং সংশ্লিষ্ট ইলিশ প্রজনন এবং জাটকা বিচরণ এলাকায় জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করবে।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি হিসেবে পিরোজপুরের সংসদ সদস্যরা, স্থানীয় জেলা প্রশাসন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, নৌবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।