স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ১১:০৪ পিএম

ছবি: ভোরের কাগজ
সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে নবম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শেখ একলাছ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলার পাটকেলঘাটা থানার চৌগাছা এলাকায় ঘটনাটি ঘটে। এর আগে ঘটনার দিন পাটকেলঘাটা থানায় ধর্ষন মামলা দ্বায়ের করেন নির্যাতিতা ওই স্কুল ছাত্রীর মা। গ্রেপ্তার একলাস চৌগাছা এলাকার ইউনুছ আলীর ছেলে। নির্যাতিতা ওই স্কুল ছাত্রী একই এলাকার স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।
বুধবার দুপুরে অভিযুক্ত যুবক স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে স্কুল ছাত্রী ঘটনাটি তার মা-বাবাকে খুলে বলে । ওইদিন স্কুল ছাত্রীর মা বাদী হয়ে পাটকেলঘাটা থানায় ধর্ষনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার ভোর রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ধর্ষণের অভিযোগে একলাছ নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া, নির্যাতিতা ওই স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।