চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ভর্তি মদ পাচারের চেষ্টা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৭:৫৪ পিএম

মিথ্যা ঘোষণা দিয়ে কন্টেইনার ভর্তি বিপুল পরিমান বিদেশি মদ চট্টগ্রাম বন্দর থেকে পাচারকালে আটকের পর তল্লাশি চালাচ্ছে কাস্টমস ও অন্যান্য সংস্থা। ছবি: চট্টগ্রাম অফিস

মিথ্যা ঘোষণা দিয়ে কন্টেইনার ভর্তি বিপুল পরিমান বিদেশি মদ চট্টগ্রাম বন্দর থেকে পাচারকালে আটকের পর তল্লাশি চালাচ্ছে কাস্টমস ও অন্যান্য সংস্থা। ছবি: চট্টগ্রাম অফিস

মিথ্যা ঘোষণা দিয়ে কন্টেইনার ভর্তি বিপুল পরিমান বিদেশি মদ চট্টগ্রাম বন্দর থেকে পাচারকালে আটকের পর তল্লাশি চালাচ্ছে কাস্টমস ও অন্যান্য সংস্থা। ছবি: চট্টগ্রাম অফিস
এবার চট্টগ্রাম বন্দরে সোডিয়াম কার্বনেটের (সোডা অ্যাশ) ঘোষণায় আনা একটি কনটেইনারে বিদেশি মদ শনাক্ত হয়েছে। কনটেইনারটি জব্দ করে তল্লাশি চালাচ্ছেন কাস্টমস কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেলে চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনালের (সিসিটি) ইয়ার্ডে কনটেইনারটির কায়িক পরীক্ষা শুরু হয়েছে। তবে শেষ হতে বেশ সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিস্ট কর্মকর্তারা।
বন্দর-কাস্টমস ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা সিসিটিতে রাখা ৪০ ফুটের কনটেইনারটি শনাক্ত করেন। সোডা অ্যাশ লাইট আমদানির ঘোষণা দিয়ে ঢাকার বংশালের বিসমিল্লাহ করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান কনটেইনারটি বন্দরে আনেন।
[caption id="attachment_417025" align="alignnone" width="1600"]
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন এন্ড রিচার্স (এআইআর) শাখার রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন বন্দরের টার্মিনাল ম্যানেজারকে চিঠি দিয়ে জরুরি ভিত্তিতে ওই কনটেইনার পরিবহন এবং পণ্য খালাস বন্ধ রাখার অনুরোধ করেন। একই চিঠিতে কায়িক পরীক্ষার পর কনটেইনারটি বন্দর কর্তৃপক্ষের বিশেষ নজরদারি ও নিরাপত্তা হেফাজতে রাখার অনুরোধ করা হয়।
এ ব্যাপারে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, ‘কাস্টমস কর্তৃপক্ষের চিঠি পেয়ে আমরা কনটেইনারটি ফোর্স কিপ ডাউন করি। বিকেলে কাস্টমস কর্মকর্তারা সেটি খুলে কায়িক পরীক্ষা শুরু করেছেন।’
চট্টগ্রাম কাস্টমসের উপ কমিশনার মাহফুজ আলম বলেন, ‘কনটেইনারে বিদেশি মদ পাওয়া গেছে। কী পরিমাণ মদ আছে সেটা শতভাগ কায়িক পরীক্ষার পর জানা যাবে।
[caption id="attachment_417026" align="alignnone" width="1600"]