×

সারাদেশ

শ্যামগঞ্জে শত মাকে সম্মাননা প্রদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১১:১৭ এএম

শ্যামগঞ্জে শত মাকে সম্মাননা প্রদান

ছবি: ভোরের কাগজ

শ্যামগঞ্জে শত মাকে সম্মাননা প্রদান
   

গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ী ও আশ্রম প্রতিষ্ঠার শতবছর পূর্তি উপলক্ষে শত মায়ের সম্মাননা (ষাটোর্ধ মায়েদের) অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (১৮ মার্চ) বিকেলে শ্যামগঞ্জ কালীবাড়ী ও আশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্যামগঞ্জ কালীবাড়ী ও আশ্রম পরিচালনা কমিটির সভাপতি রাজ কৃষ্ণ রায় পানুর সভাপতিত্বে ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পল্টু রায়ের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মায়া রানী চন্দ, গৌরীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর, মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার রায় তপন।

এ সময় অন্যান্যের মধ্যে মন্দির প্রতিষ্ঠার সময় কালের বিভিন্ন উপাখ্যান তুলে ধরে বক্তব্য রাখেন কমিটির সদস্য উৎপল বনিক, শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক নৃপেন্দ্র চক্রবর্তী, মন্দির কমিটির সাবেক সভাপতি শ্যামল ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সাংবাদিক তিলক রায় টুলু, সহ-সভাপতি জীতেন্দ্র ঘোষ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ কালীবাড়ী আশ্রম পরিচালনা কমিটির সাবেক সভাপতি উষা রঞ্জন রায়, প্রাণেশ রায় মিন্টু, স্বপন পাল, সাধারণ সম্পাদক গৌতম মোদক, কোষাদক্ষ হারাধন গুহ, দুলু চন্দ, উত্তম চন্দ, তপন সাহা, তাপস ঘোষ, কমিটির সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।

অনুষ্ঠানের শুরুতেই ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন শ্যামগঞ্জ মালঞ্চ সংগীত নিকেতনের সভাপতি প্রদীপ চক্রবর্তী স্বপন। পরে ষাটোর্ধ শত মায়ের হাতে ক্রেস্ট ও উত্তরণ তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। সবশেষে সীতা হরণ পালা পরিবেশন করেন হৃদিতা ও তার দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App