গলাচিপায় ভাইয়ের হাতে ভাই খুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৫:৩৯ পিএম

ছবি: সংগৃহীত
পটুয়াখালীর গলাচিপায় ছোট ভাই আলামিন প্যাদা রেইন্ট্রি গাছের ঠাল দিয়ে আঘাত করে বড় ভাই বাবুল প্যাদাকে (৫০) মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে জাফর প্যাদাকে (৪০) গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১০টায় বাবুল প্যাদার ছেলে খোকন প্যাদা বাড়িতে একটি গোয়াল ঘর তৈরির জন্য মাটি কেটে ভিটি প্রস্তুত করতে ছিল। বাবুল প্যাদা মাটি কাটার সময় ওই খানে বসা ছিল। এ সময় বাবুল প্যাদার ছোট ভাই আলামিন প্যাদা মাটি কাটা কাজে বাধা দিলে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আলামিন প্যাদা তার বড় ভাই বাবুল প্যাদাকে রেইন্টি গাছের ঠাল দিয়ে আঘাত করে। আঘাতের পরে সে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, এ ঘটনায় বাবুল প্যাদার ছোট ভাই জাফর প্যাদাকে আটক করা হয়েছে , লাশময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।