শালিখায় সরঞ্জামসহ দুই জুয়াড়ি আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৫:৪৩ পিএম

ছবি: ভোরের কাগজ
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ দুই জুয়াড়িকে আটক করেছে শালিখা থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাত এগারটায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এএসআই আব্দুল গনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ আড়পাড়া পূর্বপাড়া ফাঁকা মাঠের মধ্যে একটি পরিত্যক্ত ভবন থেকে জুয়া খেলার সরঞ্জামসহ কুমার কোটা গ্রামের মো. রশিদ মিয়ার ছেলে মো. আরব আলী (৩৫) ও আড়পাড়া দক্ষিণ পাড়ার মো. ফুল মিয়ার ছেলে মো. শাহিনুর রহমানকে (৩০) আটক করে।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডিল তাস নগদ ৬ শত ৪০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য পালিয়ে গেলেও পুলিশ দুজনকে ধরতে সক্ষম হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি শালিখা থানায় যোগদান করার পর এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অপরাধীদের দমন, মাদক উদ্ধার, জঙ্গি, সন্ত্রাস নির্মল করার জন্য অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। সেই অভিযানের একটি অংশ হিসেবে গতকাল (মঙ্গলবার) রাতে জুয়া খেলার সময় দুই জন জুয়াড়িকে আটক করা হয় এবং ১৮৬৭ সালের জুয়া আইনে ৩/৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।