সুনামগঞ্জে সেতু থেকে লাফিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ১০:১৭ পিএম

এসসি উচ্চ বালিকা বিদ্যালয়। ফাইল ছবি
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর আব্দুজ জহুর সেতু থেকে লাফ দিয়ে শহরের এসসি উচ্চ বালিকা বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ওই পরীক্ষার্থী জেসমিন আক্তার তাজিন (১৬) সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘরের মৃত রোহানুর রহমান রোহানের মেয়ে।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে কোচিং পরীক্ষা শেষে তার বান্ধবী খাদিজা আক্তার ইমাকে (১৬) নিয়ে সুরমা নদীর আব্দুজ জোহর সেতুর ওপর হাঁটতে গেলে জেসমিন আক্তার তাজিন (১৬) আব্দুজ জোহর সেতুর রেলিংয়ে উঠে সুরমা নদীতে লাফ দেয়। এসময় তার বান্ধবী থাকে আটকানোর চেষ্টা করলেও তাজিনকে আটকাতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরমা নদী থেকে তাজিনের মরদেহ উদ্ধার করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।