হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালক নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৭:১৬ পিএম

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে ড্রাম ট্রাক দিয়ে বালু নিয়ে পালানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে আমির হোসেন (৪৭) নামে ড্রাম ট্রাকের চালক নিহত হয়।
বুধবার (১ মার্চ) দিবাগত রাতে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আমির হোসেন ফতেয়াবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। নুরুল ইসলামের ছেলে।
হাটহাজারী ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় একটি ড্রাম ট্রাক দিয়ে বালু নিয়ে পালানোর সময় ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনে জড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় চালক আমির হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইহাবুল আলম তাকে মৃত বলে ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, ড্রাম ট্রাক দিয়ে বালু নিয়ে পালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ড্রাইভিং সিটে আটকা পরেন চালক আমির হোসেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।