×

সারাদেশ

চাটমোহরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৮ পিএম

চাটমোহরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

   

পাবনার চাটমোহরে নিখোঁজের পাঁচ দিন পর ভুট্টার জমি থেকে ইসমাইল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার নলগাড়া বিলের মধ্যে লাশ উদ্ধার করা হয়। তিনি হরিপুর ইউনিয়নের মৃত সানোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, গত বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ইসমাইল হোসেন। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। পরিবারের লোকজন খুঁজে না পেয়ে চাটমোহর থানায় শনিবার একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নং-১২৭০)। পরে সোমবার সকালে উপজেলার নলগাড়া বিল এলাকায় স্থানীয় লোকজন কাজ করতে গেলে একটি ভুট্টার জমির মধ্যে অর্ধগলিত লাশ দেখতে পান।

এরপর পুলিশে খবর দিলে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিনসহ পুলিশের অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্ত্রী মাহমুদা খাতুন লাশটি ইসমাইলের বলে শনাক্ত করেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায় পুলিশ। অজ্ঞাত দুর্বত্তরা ইসমাইলকে হত্যা করে লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে এটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া নেয়া হচ্ছে বলে জানান ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App