আগুনে পুড়লো কিশোরগঞ্জের ২৫ দোকান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৭ পিএম

ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জে তাড়াইল উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টির মতো দোকানঘর পুড়ে গেছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক আলী বলেন, তাড়াইল বাজারের এনায়েত মার্কেটের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। খবর পেয়ে তাড়াইল, কিশোরগঞ্জসহ আশপাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।