×

সারাদেশ

মেঘনায় নিখোঁজ স্কুলছাত্র সুস্মিতের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৬ এএম

মেঘনায় নিখোঁজ স্কুলছাত্র সুস্মিতের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

   

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনায় নিখোঁজ স্কুলছাত্র সুস্মিত সাহার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ  রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটনকেন্দ্র লাগোয়া মেঘনা নদীতে ভেসে ওঠে তার মরদেহ।

সুস্মিত সাহা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ শাখায় পড়াশোনা করলেও তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা এলাকায়। তার বাবার নাম সুধাংশু সাহা।

গত বৃহস্পতিবার দুপুরে সেখানে অন্য আরো কয়েকজনের সঙ্গে সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় সুস্মিত সাহা ও শাহরিয়ার ইশতিয়াক শামস্ নামে দুই ছাত্র। পরে ওই ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় শামস্‌কে উদ্ধার করে সহপাঠীরা। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই মারা যায় সে। ইশতিয়াকের বাড়ি কুষ্টিয়া শহরের চরহাট এলাকায়। তার বাবার নাম জাহিদুল ইসলাম। এই দুজন পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জেই থাকতো।

ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ শাখার সাত শতাধিক শিক্ষার্থী এবং ৭৫ জন শিক্ষক গত বৃহস্পতিবার একটি লঞ্চযোগে মোহনপুর পর্যটনকেন্দ্রে শিক্ষাসফরে যান। ওই শিক্ষার্থীদের কয়েকজন পর্যটনকেন্দ্র লাগোয়া মেঘনা নদীতে সাঁতার কাটতে নামে। এ সময় জোয়ারের স্রোতে ভেসে যায় শামস্ (১৫) ও সুস্মিত (১৫)।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, রবিবার সকালে নদীতে টহল দেওয়ার সময় মরদেহ ভাসতে দেখা যায়। পরে তা উদ্ধার করে পরিবারের সদস্যদের জানানো হয়।

চাঁদপুরে ফায়ারসার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শাহিদুল ইসলাম জানান, কেউ পানিতে ডুবে গেলে তাৎক্ষণিকভাবে তার মরদেহ ভেসে না উঠলেও দু'-তিন দিন পর তা ভেসে ওঠে। যেমনটি এই ঘটনায়ও হয়েছে। তবে যারা নদীতে নামেন তাদের এবং সঙ্গে থাকাদের আরো সর্তক থাকার পরামর্শ দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App