সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩০ পিএম

ছবি: ভোরের কাগজ
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে রানী বেগম (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রানী একই এলাকার খোকন মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল বলেন, শুক্রবার সকালে গৃহবধূ রানী নিজ ঘরে রান্নার কাজ করছিলো। এ সময় ফ্রিজের উপরে পড়ে থাকা বৈদ্যুতিক লাইনের ছেড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন রানী বেগম। এ সময় পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মুহাম্মদ মহাব্বত কবীর বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।