সচিব হলেন চারঘাটের সুকেশ কুমার সরকার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২২ পিএম

ছবি: ভোরের কাগজ
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) পদে পদোন্নতি পেয়েছেন রাজশাহীর চারঘাটের কৃতি সন্তান সুকেশ কুমার সরকার।
জনপ্রশাসন মন্ত্রাণালয় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপন জারি করে এ আদেশ প্রদান করেন। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
চারঘাটের কৃতি সন্তান সুকেশ কুমার সরকার সচিব পদে পদোন্নতি পাওয়ায় চারঘাট চকমোক্তারপুর এলাকবাসী পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মেয়র একরামুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুন, চারঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষার প্রমুখ।