লংলা আধুনিক ডিগ্রী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৫ পিএম

কুলাউড়ায় লংলা আধুনিক ডিগ্রী কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কলেজ গভর্ণিং বডির সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল। ছবি: ভোরের কাগজ
কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ শিক্ষাবান্ধব সরকার। এই সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে সরকার বিনামূল্যে বই তুলে দিচ্ছেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমানের সভাপতিত্বে, কলেজের প্রভাষক সমরেশ কুমার দাশ ও গায়ত্রী চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, রাউৎগাঁও ইউপি’র চেয়ারম্যান আকবর আলী সোহাগ, কর্মধা ইউপি’র চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, পৃথিমপাশা ইউপি’র সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান (হাসনাইন), কলেজ গভর্ণিং বডির সদস্য মো. আব্দুল আজিজ ও এম এ গণি আদর্শ কলেজের অধ্যক্ষ শাহ আলম সরকার।