নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে লক্ষ টাকা জরিমানা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৫:২২ পিএম

ছবি: ভোরের কাগজ
নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোঃ শাহীন মিয়া নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৯ জানুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার। অভিযানকালে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় আইনি সহায়তা করেন গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, অবৈধভাবে মাটিকাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।