
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৮:১৫ পিএম
আরো পড়ুন
বাইশারীতে হাতির আক্রমণে নিহত ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৪:৫৪ পিএম

ছবি: ভোরের কাগজ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের চিত্রনায়ক সোহেল রানার রাবার বাগান সংলগ্ন হাতিরডেবা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন বাইশারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উত্তর করলিয়ামুরা এলাকার কবির আহমদের ছেলে মোহাম্মদ আলী (৫৩)। সে উত্তর করলিয়ামুরা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। পেশায় কৃষক তিনি।
সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, বন্য হাতির আক্রমণে মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে দাফন সম্পন্ন করা হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: ভোরের কাগজ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের চিত্রনায়ক সোহেল রানার রাবার বাগান সংলগ্ন হাতিরডেবা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন বাইশারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উত্তর করলিয়ামুরা এলাকার কবির আহমদের ছেলে মোহাম্মদ আলী (৫৩)। সে উত্তর করলিয়ামুরা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। পেশায় কৃষক তিনি।
সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, বন্য হাতির আক্রমণে মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে দাফন সম্পন্ন করা হয়েছে।