মাধবপুরে নিরাপদ খাদ্য বিষয়ক অবহিতকরণ সভা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৩:৩৯ পিএম

ছবি: ভোরের কাগজ
হবিগঞ্জের মাধবপুরে নিরাপদ খাদ্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্টিত হয়।
সভায় উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, নিরাপদ খাদ্য হবিগঞ্জ জেলা অফিসার মো. শাকিব হোসাইন, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, ইউনিয়ন চেয়ারম্যান মো.আলাউদ্দিন, মাহবুবুর রহমান সোহাগ, মীর খুর্শিদ আলম, সৈয়দ মো. সোহেলসহ অনেকেই।