মাধবপুরে কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি ধীরেন্দ্র, সম্পাদক তপন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ০৩:৪৬ পিএম

মাধবপুরে কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও অর্থ সম্পাদক। ছবি: ভোরের কাগজ
হবিগঞ্জের মাধবপুর বাজার কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটে ধীরেন্দ্র পাল সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমার তপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৩ জানুয়ারি) মাধবপুর পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির সদস্যরা গোপন ভোটে সভাপতি, সাংগঠনিক ও অর্থ সম্পাদক নির্বাচিত করেন।
গোপন ভোটে ধীরেন্দ্র পাল সভাপতি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমার তপন সাধারণ সম্পাদক, প্রদিপ পাল সাংগঠনিক সম্পাদক ও সুমন পাল অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন হিসাবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সাধন বনিক।