ঝিকরগাছায় ধানক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০২:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: ভোরের কাগজ
যশোরের ঝিকরগাছায় ধানক্ষেত থেকে আয়না বেগম (৬৫) নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি পৌরসদরের ১নং ওয়ার্ড কাটাখাল জামে মসজিদ পাড়ার মৃত-বিল্লাল মন্ডলের স্ত্রী।
জানা গেছে, শনিবার ভোরে কীর্তিপুর ৫নং ওয়ার্ডের বাসিন্দা হজরত আলীর জমিতে কৃষকরা ধানের চারা রোপণ করতে গিয়ে কাদাপানির মধ্যে আয়না বেগমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওহিদুল ইসলাম জানিয়েছেন। তবে আয়না বেগম কিছুটা মানসিক রোগী ছিলেন বলে তার ছেলে মাসুদ রানা জানিয়েছেন।
[caption id="attachment_400316" align="alignnone" width="1495"]