×

সারাদেশ

ঝিকরগাছায় ৩ দিনব্যাপী ফুল উৎসব শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৮:০৬ পিএম

ঝিকরগাছায় ৩ দিনব্যাপী ফুল উৎসব শুরু

ছবি: ভোরের কাগজ

   

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী ফুল উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে পানিসারা হাড়িয়ার মোড়ে অনুষ্ঠিত ফুল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক মো. হুসাইন শওকত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মঞ্জুরুল হক, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ফ্লাউয়ার সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রহিম, নারী উদ্যোক্তা সাজেদা বেগম, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, গদখালী ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল।

এ সময় উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন, আরডিসি কাজী নাজিব হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশিদুল আলম, ফুলচাষের জনক শের আলী সরদার, আরআরএফ এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান তোতা, ডিজিএম মেজবাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গীর, মৎস্য অফিসার এস এম শাহাজাহান সিরাজ, বিআরডিবি কর্মকর্তা মাহামাদুল হাসান, প্রকল্প কর্মকর্তা আনিসুর রহমান, সহকারী বিআরডিবি অফিসার শহিদুল্লাহ লিমন, একাডেমী সুপারভাইজার জনাব মো. কামরুজ্জামান, সমবায় অফিসার জনাব সালাউদ্দীন, সমাজসেবা অফিসার মেজবা উদ্দিন, ইউডিএফ দুলাল পদ, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, আতাউর রহমান মিন্টু, আব্দুর রাজ্জাক, শাহাজাহান আলী, সরকারি মডেল এম এল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন ও অতিরিক্ত কৃষি অফিসার মাহমুদা বিথি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App