কোটি টাকার চোরাই গরু জব্দ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ০৫:১২ পিএম

ছবি: ভোরের কাগজ
এত কোটি টাকা মূল্যের চোরাচালানকৃত গরু জব্দ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) একটি অভিযান পরিচালনা করে গুরুগুলো জব্দ করে ৫৭-বিজিবি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কিছু সংখ্যক চোরাকারবারী মায়ানমার হতে অবৈধভাবে চোরাচালানকৃত গরু নিয়ে আলীকদম উপজেলার দিকে আসছে। তথ্যের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক এর নেতৃত্বে ৪০ জন বিজিবি সদস্য এবং ০৩ জন পুলিশ সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ০৭ কিঃমিঃ দক্ষিণ দিকে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের কৈয়ারছড়া পাড়া সংলগ্ন সিজঝিরি নামক স্থান থেকে ৮০টি বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হয় তারা।
আটককৃত গবাদি পশুর সিজার মূল্য এক কোটি টাকা। এ ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে অর্পিত দায়িত্ব হিসেবে বিজিবির নিরলস ও ঐকান্তিক প্রচেষ্টায় এখন পর্যন্ত দশ কোটি বত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা মূল্যের মায়ানমার হতে চোরাচালানকৃত গবাদি পশু আটক করতে সক্ষম হয়। এ সকল পশুর নিলাম বাবদ ছয় কোটি পয়ঁতাল্লিশ লক্ষ একষট্টি হাজার চারশত বিয়াল্লিশ টাকার রাজস্ব সরকারী কোষাগারে জমা করা হয়েছে।
এই অবৈধ চোরাচালানের ব্যাপারে আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, অত্র এলাকায় চোরাচালান কঠোর হস্তে দমন করা হবে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে তিনি বদ্ধপরিকর বলে জানান।