মুরাদনগরে ছাত্রলীগের হীরকজয়ন্তী পালিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৬:৩৮ পিএম

জমকালো আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মুরাদনগর উপজেলা ছাত্রলীগের হীরকজয়ন্তী পালিত হয়। ছবি: ভোরের কাগজ
জমকালো আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ছাত্রলীগের হীরকজয়ন্তী পালিত হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মুরাদনগর উপজেলা ছাত্রলীগ বুধবার (৪ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সফিক তুহিনের সভাপতিত্বে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রুহুল আমিন। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাফিজ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনু, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের আহব্বায়ক বাবু পার্থ সারথি দত্ত, জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেজবা উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ তুহিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি শাহজালাল, সাবেক উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, যুগ্ম আহব্বায়ক বিল্লাল হোসেন, শ্রমিকলীগ নেতা আহসান হাবিব শামীম, সদর ইউনিয়নের সাবেক মেম্বার আক্তার হোসেন প্রমুখ।