পাবজি খেলতে খেলতে ছাত্রের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ১২:৪৪ এএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাবজি গেমস খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক ছাত্রের মৃত্যু হয়। ছবি: ভোরের কাগজ
লালমনিরহাট আদিতমারী উপজেলার নামুড়ী রেলগেইটে মোবাইলে পাবজি গেমস খেলতে খেলতে ট্রেনে কাটা পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত আটটায় নামুড়ী রেল গেট এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার আদিতমারী নামুড়ী রেলগেট এলাকায় সন্ধ্যায় মোবাইলে পাবজি খেলতে রেল গেট এলাকায় যায় সাইফুদ্দিন। সেখানে হেডফোন কানে রেখে পাবজি গেমস খেলছিল সে। কিন্তু লালমনিরহাট থেকে ছেড়ে আসা পাটগ্রাম-বুড়িমারীমুখী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
ট্রেনে কাটা পড়ে নিহত সাইফুদ্দিন নামুরী রেল গেইট এলাকার অটো চালক মোস্তাকের ছেলে।
এ ব্যপারে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।