×

সারাদেশ

ঘরে ঢুকে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১১:২১ এএম

ঘরে ঢুকে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

   

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রাতের অন্ধকারে বেড়া ভেঙে ঘরে ঢুকে মাদরাসাছাত্রীকে (১৫) ধর্ষণ করে এক যুবক। ধর্ষণের অভিযোগে হাবিল শেখ (৩৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুরের আলমডাঙ্গা থেকে হাবিলকে গ্রেপ্তার করা হয়। তিনি ফকিরহাটের দেয়াপাড়া এলাকার আদম শেখের ছেলে।

র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব-৬ জানায়, বাগেরহাটের ফকিরহাটে একটি মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রীকে হাবিল শেখ আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে নানা ধরনের কুপ্রস্তাব দিতেন। ওই ছাত্রী তার প্রস্তাবে রাজি না হওয়ায় আসামি তার প্রতি ক্ষিপ্ত হন।

গত ১২ ডিসেম্বর রাত ৯টার দিকে ওই ছাত্রী তার নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। একই দিন রাত সোয়া ২টার দিকে আসামি তার বসতঘরের বেড়া ভেঙে সুকৌশলে ভিতরে প্রবেশ করেন। এ সময় লোহার রড দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ছাত্রীকে ধর্ষণ করেন।

এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে তার বাবা-মা ঘরে চলে আসেন। তখন আসামি হাবিল শেখ লোহার রড দিয়ে ওই কিশোরীর মায়ের হাতে আঘাত করে পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে ফকিরহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।

লেফটেন্যান্ট কর্নেল মোশতাক আহমেদ বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে হাবিল শেখকে গ্রেপ্তার করা হয়। তাকে ফকিরহাট থানায় হস্তান্তরের কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App